Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ লাখ টাকা পেলেন কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ০০:০২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ০০:২৮

-ছবি : সংগৃহীত

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ লাখ টাকা বিতরণ করেছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।

এ সময় কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান, গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী, সোনালী ব্যাংক ব্যবস্থাপক শরিফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, সম্প্রতি উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি গ্রাম কয়েক মিনিটের মধ্যে তছনছ করে দেয় ঘূর্ণিঝড়। এতে ব্যাপক ক্ষতি হয়। লণ্ডভণ্ড হয় প্রায় ৫২৩ পরিবারের ঘর বাড়ি। এসব পরিবারের মধ্যে অতি ক্ষতিগ্রস্ত ১৬৯ পরিবারের প্রতি পরিবারকে তিন হাজার টাকা, মাঝারি ক্ষতিগ্রস্ত ১৩৯ পরিবারের প্রতি পরিবারকে দুই হাজার টাকা ও কম ক্ষতিগ্রস্ত ২১৫ পরিবারের প্রতি পরিবারকে এক হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে তিন ক্যাটাগরিতে চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় প্রায় সাড়ে ৫ শতাধিক পরিবারের ঘর বাড়ি।