Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ৩৮১ অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২১:০৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: থার্টি ফার্স্ট নাইটে অর্থাৎ ইংরেজি নববর্ষ উদযাপনে দেশজুড়ে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে অতিষ্ট সাধারণ মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ৩৮১টি অভিযোগ জানিয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা নিয়ে আসা ৩৮১টি অভিযোগের কল আসে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে এসেছে ৯৬টি অভিযোগ এবং আর দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ ফোনকল আসে।

আনোয়ার সাত্তার জানান, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এই শোককালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। তবে সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এবারও নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর