কুমিল্লা: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারাদেশের মতো কুমিল্লার দেবীদ্বার উপজেলাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেবীদ্বারে দোয়া মাহফিল ও গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট হাইস্কুল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুদন ডিলার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু পাঠান, জামায়াতে ইসলামীর নেতা তমিজ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
গায়েবানা জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা নেত্রীকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।