রাজবাড়ী: রাজবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নসিমনে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছাব্দুল খার পাড়ার করিম শেখের ছেলে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নসিমন চালক মুকুল জানান, ‘আমার পরিবার নিয়ে নাটোর থেকে রাজবাড়ীর শ্রীপুর কামাল দিয়া যাচ্ছিলাম। আমরা কালুখালীর সাইনবোর্ডের সামনে আসলে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে আমার নসিমনের পেছনে ধাক্কা মারে। এসময় আমি নসিমন খাদে নামিয়ে দিলে নছিমনের পেছনে বসে থাকা আলমাস ছিটকে ওই ট্রাকের চাকার নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে ট্রাক থেকে সিমেন্ট সরিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।’
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের এক্সেল ভেঙে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।