Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:২১

সুরাজ মো‌হিনী ইন‌স্টি‌টিউট স্কুল এন্ড ক‌লেজ মাঠে স্থানীয় বিএনপি’র উদ্যোগে গায়েবানা জানাজা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সুরাজ মো‌হিনী ইন‌স্টি‌টিউট স্কুল এন্ড ক‌লেজ মাঠে স্থানীয় বিএনপি’র উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ভান্ডা‌রিয়া সি‌দ্দি‌কিয়া কা‌মিল মাদ্রাসার অধ‌্যাপক সিরাজুল ক‌বির ইমা‌মিত ক‌রেন। এই জানাজায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বলেন, ‌বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর