হিলি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটিকায় হাকিমপুর উপজেলায় বোয়ালদাড় ইউনিয়ন স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা পরবর্তী মরহুমার স্মরণে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম শাহিন তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নক্ষত্র। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষায় তিনি আপসহীনভাবে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার বিদায়ে জাতি একজন সাহসী ও অভিভাবকতুল্য রাজনৈতিক নেতৃত্বকে হারাল।
শাহিনুর ইসলাম শাহিন আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও জীবনসংগ্রাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে তার অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’