Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে ইমামতির দায়িত্বে আছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার (পণ্ডিত)। বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি বিচারপতি তাকী ওসমানী তার শিক্ষক।

আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি স্কলার ও সৌদি আরবের  রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর তত্ত্বাবধানে তিনি দুবছর হাদিস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

বিজ্ঞাপন

তিনি সৌদি আরবের মক্কা ও মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি এরই মধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন।

এছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

খালেদা জিয়ার দাফন সম্পন্ন
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

‘আমি আপনার জামাই হতে চাই…’
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর