ঢাকা: চারপাশে শোকের ভার, বাতাসে স্তব্ধতা—ঠিক সেই মুহূর্তে মায়ের কফিনের পাশে বসে নীরবে কোরআন তেলাওয়াতে মগ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কালো কোটের ভেতরে সাদা শার্ট, চোখ নামানো, হাতে খোলা কোরআন এই দৃশ্য যেন শুধু এক রাজনৈতিক নেতার নয়, এক শোকাহত সন্তানের গভীর বেদনার প্রতিচ্ছবি।
মায়ের শেষ বিদায়ের ক্ষণে কোনো বক্তব্য নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই—আছে শুধু পবিত্র কোরআনের আয়াত আর অশ্রুসজল নীরবতা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমান যেন রাজনীতির সব পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন কেবল একজন সন্তান, যিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় ডুবে আছেন প্রার্থনায়।
প্রথমে বেগম খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়। সেখানে নেতাকর্মী থেকে স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এরপর গুলশান থেকে বেগম খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।