Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপের আগে শ্রীলংকার যে দায়িত্ব পেলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০

লংকানদের বোলিং পরামর্শক হলেন মালিঙ্গা

টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাস। এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দলগুলো। এবার টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে নতুন দায়িত্ব দিল শ্রীলংকা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে লংকানদের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন মালিঙ্গা।

শ্রীলংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে মালিঙ্গাকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পালন করবেন ২৫ জানুয়ারি পর্যন্ত। লংকান বোর্ড আরও বলছে, বিশ্বকাপ পর্যন্তও বাড়তে পারে মালিঙ্গার দায়িত্তএর মেয়াদকাল।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। শ্রীলংকার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে তার উইকেট ১০৭টি। ২০১৪ সালে শ্রীলংকা তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল মালিঙ্গার নেতৃত্বেই।

বিজ্ঞাপন

এবার ভারত ও শ্রীলংকায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের দ্বিতীয় দিন আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলংকা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা।

বিজ্ঞাপন

অনলাইনে রিটার্ন ৩০ লাখ ছাড়াল
৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর