কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মুফতি আমির হামজা লিখেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লিখেছেন, মহান আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।