ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ফাইন্যান্স কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সব ফাইন্যান্স কোম্পানির কার্যক্রম ওই দিন বন্ধ থাকবে।
তবে, বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫ সংশ্লিষ্ট শাখা বা বিভাগ প্রয়োজন অনুযায়ী নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।