Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার শোক বইতে চরমোনাই’র নায়েবে আমিরের সই

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৪

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শোক বইতে দলের পক্ষ থেকে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

শোক বইয়ে শায়েখে চরমোনাই লিখেন, ‘দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারাল। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি’।

শোক প্রকাশের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। সেখানে তিনি বলেন, বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত। আমরাও শোক প্রকাশ করছি। তার পরিবার ও শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু শূন্যতা তৈরি করবে। আমরা আশাবাদী, তার শূন্যস্থান আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ করবেন।

বিজ্ঞাপন

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, কে এম শরীয়াতুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর