Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক-দোয়া

সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:৩১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:৩২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—

রাজবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ী‌তে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে খা‌লেদা জিয়ার বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনায় বিএন‌পির দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় পতাকা,কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত ক‌রেন নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর শোক বইতে নেতাকর্মীরা মন্তব্য ও সই করেন।

বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাতে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মতো নীলফামারীতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কোরআন খতম, দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে সকাল থেকে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম শুরু হয়। মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান জেলা বিএনপির নেতারা। এদিকে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুরে কুরআন খতম ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার হলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের আহ্বানে নেতাকর্মীরা উপজেলার মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে আসেন। এসময় শোকাহত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাই নয়, শাজাহানপুর উপজেলার সাধারণ মানুষের মাঝেও গভীর শোকের ছায়া নেমে আসে।

পিরোজপুর: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে পিরোজপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও গভীর শোকের অনুভূতি লক্ষ্য করা গেছে। সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিরোজপুর শহরের জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। এ সময় শোকাহত নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা থেকে কোরআন খতম করে মাদরাসা শিক্ষার্থীরা।

টাঙ্গাইল: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ইবি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।

গোবিপ্রবি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে আজ সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাকৃবি: বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। দুপুরে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই শোকবার্তা জানানো হয়েছে। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কুবি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাদা দলের শিক্ষকরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নেতারা এ শোকবার্তা দেন। শোকবার্তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সাদা দলের অন্যান্য শিক্ষকবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর