Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রীয় শোক
থার্টি ফার্স্ট নাইটে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আতশবাজি নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে মহানগর এলাকায় আগামীকাল থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী নববর্ষে) উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

বিজ্ঞাপন

এই অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ধারা-২৮ ও ২৯ এর অর্পিত ক্ষমতাবলে নিম্নোক্ত নির্দেশনা সমূহ জারি করা হলো-

  • উক্ত সময়ে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।
  • উন্মুক্ত স্থানে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা করা যাবে না।
  • উচ্চ শব্দে গাড়ীর হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না।ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর