Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল ও সার আমদানিসহ ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২

ছবি : প্রতীকী

ঢাকা: ভারত থেকে চাল ও সৌদি আরব থেকে সার আমদানিসহ ৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ৮৮৩ কোটি ৮৬ লাখ টাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যকেজ-১০-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চাল ৩৫৯.৭৭ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে মোট ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সৌদি আরব-এর ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ১৪তম লটে ৪০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৮.৩৩ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার টাকা।

অবশিষ্ট ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে ‘কাফকো’ থেকে। প্রতি মেট্রিক টন ৩৭৩.৬২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার টাকা।

অন্যান্যের মধ্যে বৈঠকে ১০ হাজার মেট্রিক টন ফসফরাস এসিড আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চায়না প্রতিষ্ঠান ‘গুয়াংশি পেঙ্গুয়ি ইকো-টেকনোলজি কোম্পানি লিমিটেড’ এটি সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৭৫০.৬০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।

এছাড়া বৈঠকে নারায়নগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের একটি প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড’ এবং এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর