চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় চুয়াডাঙ্গায়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ ), মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মোল্লা ফারুক এহসান এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) , রুহুল আমিন (জামায়াত), হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘নির্বাচনি আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। আমরা মডেল নির্বাচন করতে চাই। দেশের জন্য, জাতির জন্য ও বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই একটি ভাল নির্বাচন। সরকারি দায়িত্ব যারা পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সঠিকভাবে শেষ করতে পারব।’