ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটির দিনে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ওইদিন ব্যাংকের নিয়মিত লেনদেন কার্যক্রম স্থগিত থাকবে।
তবে একই দিনে ব্যাংক হলিডে নির্ধারিত থাকলেও ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো প্রয়োজনে ব্যাংকের নিজস্ব বিবেচনায় খোলা রাখবে।