সিরাজগঞ্জ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই শোক জানানো হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সকল সময় দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে সারাদেশের মানুষ ততদিন খালেদা জিয়াকে মনে রাখবে। আজ একজন আপোষহীন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-এই দোয়া করি।’