Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় যুবশক্তির শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির নেতারা বলেন, তার প্রয়াণে দেশের রাজনৈতিক ইতিহাসে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসহীন ও প্রভাবশালী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় রাজনীতির বিকাশে তার ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

নেতারা আরও বলেন, আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসী অবস্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। রাষ্ট্র পরিচালনায় তার অবদান, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শোকবার্তায় জাতীয় যুবশক্তি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংগঠনটির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ শোকবার্তায় বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর