ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার ফিলিস্তিন দূতাবাস এক শোক বার্তায় বলেছে, বাংলাদেশের চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিলিস্তিন দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।
শোক বার্তায় আরও বলা হয়, ‘গভীর শ্রদ্ধার সাথে আমরা তার সাহস, ফিলিস্তিনি স্বার্থে তার অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অর্জনের সংগ্রামে তার অবিচল সমর্থনকে স্মরণ করছি, যা আমাদের জনগণের স্মৃতিতে অম্লান থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।