বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনের রাষ্ট্রপরিষদের প্রধান লি চিয়াং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন।
বার্তায় বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ‘প্রতীক’ ছিলেন। তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছে। তিনি চীনের জনগণেরও প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখেছে।
বার্তায় আরও বলা হয়, চীনের মানুষ তাকে চিরকাল গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। আজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।