Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় বৈঠকে মির্জা ফখরুলকে উপস্থিত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১১:১৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট জাতীয় শোকের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য কেবিনেট বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় যমুনায় এ কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার অংশ হিসেবেই বিএনপি মহাসচিবকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশের পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গুলশানে জরুরি সভায় তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর