Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহের কবলে দেশ, নতুন বছরে মিলতে পারে সূর্যের দেখা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫

কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে।

ঢাকা: ঘন কুয়াশা আর সূর্যহীন দিনে বছর শেষ করছে দেশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও তীব্র শীতের ভোগান্তি অব্যাহত থাকলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশের কিছু অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এবং শুক্রবার (২ জানুয়ারি) নাগাদ প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শীত তীব্র হয়, যা গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাতেই দেখা গেছে। যদিও বর্তমানে দেশে শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতিতে ভোগান্তি বেড়েছে। নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৪

আরো

সম্পর্কিত খবর