Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতা-কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ০০:০৯

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতা-কর্মী। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরে জাতীয় পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি থেকে পদত্যাগ করে প্রায় শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন ২২ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আতোয়ার আহমেদ।

যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।’

বিজ্ঞাপন

এ সময় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘এই যোগদান বিএনপির জন্য অত্যন্ত ইতিবাচক। যোগদান করা নেতা-কর্মীরা বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। এটি দলের শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বিজ্ঞাপন

৩০০ আসনে মনোনয়ন জমা দিলেন যারা
৩০ ডিসেম্বর ২০২৫ ০২:২১

আরো

সম্পর্কিত খবর