Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:২২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:২৩

শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশে অস্ত্রসহ যুবক আটক। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর শাহবাগে ওসমান হাদি চত্বরে বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের লোকজনের পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি একটি খেলনা পিস্তল। রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়েছে। তবে সে কেন এটি নিয়ে এসেছে এবং তার পরিচয় জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, গত পরশু থেকে একজন বিভিন্ন পজিশনে শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের লোকজনকে টার্গেট করছে। আজকে অস্ত্রসহ ধরা পড়ার পর তাকে শাহবাগ থানায় দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে, তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ওসমান হাদি মতিঝিল এলাকায় নির্বাচনি প্রচার শেষ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী ফয়সাল তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে। তবে হত্যাকাণ্ডের ১৮ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহীনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর