দিনাজপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা সুলতানা লীমার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন তার সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা। এসময় দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ হোসেনের সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা বলেন, ‘আমার স্বামীর পক্ষ থেকে আমি আজ মনোনয়নপত্র জমা দিলাম। দেশ ও জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে সফল হতে পারি।’
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দলের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমরা শতভাগ বিজয়ী হয়ে ধানের শীষ আসনটি উপহার দেব।’
এসময় বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত থেকে ডা. জাহিদ হোসেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।