কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত ২২ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
একই দিন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাও তার মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ২৪ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এসময় জাকির হোসেন সরকার বলেন, ‘দল মনোনয়ন দিয়েছে একজনকে আমাদের অনেক বড় দল অনেক যোগ্য নেতাকর্মী আছে। এই জায়গা থেকে হয়তো অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তারা হয়তো জমা দেবে না। আমরা আশা করি নির্বাচন উৎসবমুখর হবে।’
আমির হামজা বলেন, ‘১৭ বছর পরে যেহেতু ভোট দিতে পারছি। জনগণের যে সারা আশা করি দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ। থানা লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধার না হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে।’
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।