Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

ঢাকা: আগের দুই সপ্তাহের মতো চলতি সপ্তাহও পতন দিয়ে শুরু হয়েছে দেশের পুঁজিবাজার। যা সোমবারও (২৯ ডিসেম্বর) অব্যাহত রয়েছে। এর আগে পুঁজিবাজার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু পুঁজিবাজারে এই বৈঠকের ইতিবাচক প্রভাব পড়েনি।

সোমবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১৫ পয়েন্ট।

আজ ডিএসই-তে ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৫ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৫ কোটি ১২ লাখ টাকা বা ২০ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টির বা ৩৬.৪১ শতাংশের। আর দর কমেছে ১৫৫টির বা ৩৯.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯৩টির বা ২৩.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসই-তে সোমবার ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ২৯টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬১৭ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

সাত হাজার বছরের গল্পে মোড়া আলউলা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর