Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষা বিড়াল জেবুকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

ব্যারিস্টার জাইমা রহমান এবং তার পোষা বিড়াল জেবু।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে আবেগঘন একটি লেখা প্রকাশ করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জেবুর সঙ্গে তার পরিবারের আত্মিক সম্পর্ক, ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন তিনি।

পোস্টে জাইমা রহমান লেখেন, পোষা প্রাণী লালন-পালন মানে শুধু আদর নয়, বরং একটি জীবনের পূর্ণ দায়িত্ব নেওয়া। ছোট্ট একটি বিড়ালছানা হিসেবে জেবুকে বাসায় আনার সময় তিনি ভাবেননি, সময়ের সঙ্গে সে পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। এমনও হয়েছে, পরিবারের সদস্যরা বাসায় ফিরে আগে জেবুর খোঁজ নিয়েছেন, তারপর তার।

বিজ্ঞাপন

জেবুর সঙ্গে বাবা-মায়ের আলাদা সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। তার মা বাগান করা বা পাড়ায় হাঁটার সময় জেবু পাশে পাশে লাফিয়ে ঘুরে বেড়াত। অন্যদিকে, বাবা তারেক রহমানের অনলাইন মিটিং শেষ হওয়া পর্যন্ত জেবু তার কোলে গুটিশুটি মেরে বসে থাকত, মাথায় হাত বুলানোর আদর উপভোগ করত। নিজের ক্ষেত্রে জাইমা রহমান জানান, জেবু যেন সবসময় তার মনের অবস্থা বুঝতে পারত এবং নীরব উপস্থিতিতেই সঙ্গ দিত।

পোষা প্রাণী নিয়ে বাসা বদলের কষ্টের কথাও উঠে আসে ওই লেখায়। জাইমা রহমান জানান, জেবু এখন মহাদেশ পেরিয়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে এসেছে, যা একটি ছোট প্রাণীর জন্য বিশাল পরিবর্তন। মানুষের পক্ষে সেই মানসিক চাপ পুরোপুরি বোঝা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

জেবুর মাধ্যমে পরিবার ধৈর্য, মমতা ও নিঃশর্ত ভালোবাসার শিক্ষা পেয়েছে উল্লেখ করে জাইমা রহমান লেখেন, ভাষা এক না হলেও ভালোবাসা ও যত্নের সৌন্দর্য সব প্রজাতির জন্যই এক। তার বিশ্বাস, অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সুযোগ মানুষকে নিজের সম্পর্কেও অনেক নতুন উপলব্ধি দেয়।

পোস্টের শেষে জেবু সম্পর্কে একটি মজার তথ্যও শেয়ার করে তিনি জানান, জেবু কখনো ‘মিউ মিউ’ করে না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়, কোলে নিতে অপছন্দ হলে গোঁ গোঁ করে এবং যেসব বিড়াল তার পছন্দ নয়, তাদের দিকে জোরে চিৎকার করে।

জাইমা রহমানের এই আবেগঘন লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর