ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইঠনা, মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম, যেই কারণে নিরাপত্তার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ আরো দুই জন কমিশনারের কাছে গিয়েছিলাম এবং ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এমনকি এসপি সাহেবকেও বিষয়টি জানিয়েছেন কিন্তু এসপি সাহেবের কাছ থেকে আমি এখন পর্যন্ত কোন ফোন পাইনি।
তিনি আরও জানান, “আমি মনে করি যদি প্রশাসন ঠিক থাকে, তবে আমার জয়ের সম্ভাবনা অনেক বেশি। কেননা আমার সাথে জনগণ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, দিন মজুর এবং কৃষকরা আছেন। আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার নিজস্ব কোন দল নেই তাই আমার একমাত্র শক্তি আমার জনগণ, কৃষক, মৎস্যজীবী ও দিনমজুর ভাইয়েরা। আমি আশা করব, প্রশাসন তাদেরকে যেন কোন হয়রানি না করে, কেননা তারা কোন দলের না। “
আশা প্রকাশ করে তিনি আরও বলেন “আমি আশা করব অষ্টগ্রাম,ইঠনা, মিঠামইনের সকল ইউএনও, ৩ থানার ওসি, এসপি, রিটার্নিং অফিসার, ডিসি সাহেব সাহায্য করবেন যাতে আমার কর্মীরা সুন্দর সুষ্ঠুভাবে পাশে থেকে আমার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতে পারে। তবে ভয়-ভীতি দেখিয়ে ফেললে মনে হয় না সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।”