ভোলা: ভোলার তিনটি আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ভোলা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শাহ মো. আজিজের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম নবী আলমগীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে দুপুরে দিকে ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে হাফিজ ইব্রাহীমের পক্ষে দলীয় নেতাকর্মীরা রোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের কাছে মনোনয়পত্র জমা দেন। একই দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছোট ভাই ওয়াসিকুর রহমান অঞ্জন ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ দলীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে তারা অনেকটা গোপনীয়তা রক্ষা করেছেন। তবে এর আগে আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। ২০০৮ সালে বিএনপির চার দলীয় জোটের হয়ে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। তবে এবার তার নিজ দলের প্রতিকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
মনোনয়ন পত্র জমা দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ আসনের মানুষের ভালোবাসায় আমি পর পর ৬ বার নির্বাচিত হয়েছি। আমার সঙ্গে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ নির্বাচন করে অর্ধেক ভোট পেয়েছে। বিগত নির্বাচনে বিএনপির কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নি। কেন্দ্র দখল করে প্রহসনের নির্বাচন করেছে। পুলিশ সরকার মিলে দুটি নির্বাচনে প্রহসন করে আমাকে হারিয়েছে। গৃহবন্ধি করে রাখে। আজকে তারা আল্লাহর হুকুমে দেশ ছাড়া হয়েছে।
ভোলা-১ আসনের গোলাম নবী আলমগীর মনোনয়ন পত্র জমা দেয়ার পর বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে অবদানেরে কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। তার আসনের নেতাকর্মী-সমর্থক সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ে কাজ করবে।