Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল ও গ্রেফতারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫১

পিরোজপুর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল এবং গ্রেফতারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ‘ছাত্র-শ্রমিক জনতার খুনি’, ‘গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই’, ‘খুনি হাসিনার দোসরকে গ্রেফতার কর’—এমন নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো গণহত্যাকারী কিংবা তার সহযোগিদের রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও স্মারকলিপি দেওয়াকে ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর