Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী জাহিদুল-শামসুজ্জোহা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫

নওগাঁ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম। এছাড়াও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান তার মনোনয়ন ফরম জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে-ই আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানাসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষে জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘বিএনপির গণমানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কখনো আপস করেনি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পুরো দেশ এখন নির্বাচনমুখী। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, এই আসনের দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধান, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব।

সারাবাংলা/এসএস