মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর ৩দিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবক।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মুক্তার গাজীর ছেলে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কাজীপুরা এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল আমার ছেলে উমায়ের। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ ফোন করে তাকে বাইরে ডেকে নেয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় আমি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করি। ঘটনার পর থেকে উমায়েরের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তার দুই বন্ধুর মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তারা পলাতক। আমাদের ধারণা, তারাই আমার ছেলেকে হত্যা করেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘দুপুর দুইটার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি এবং আনুমানিক আড়াইটার দিকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’