Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ০০:১৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০০:১৫

টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।

টাঙ্গাইল: জেলার ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার রতনবরিশ ও পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের মাঝে সরকারের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর