পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও সর্বশেষ দলীয় সিদ্ধান্তে বিএনপির নতুন প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনি সমীকরণে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মোস্তফা জামাল হায়দারের অভিজ্ঞতা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে নতুন প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের গ্রহণযোগ্যতা, স্থানীয় সংগঠন ও ভোটারদের সঙ্গে সম্পর্ক এবং দলীয় ঐক্য আগামী ভোটের ফলাফলে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এখন নতুন প্রার্থীকে কেন্দ্র করে নির্বাচনি প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে। দলীয় কোন্দল ও বিভেদের অবসান ঘটিয়ে বিএনপি এবং জোটের অঙ্গ-সংগঠনগুলো একযোগে নির্বাচনি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। মনোনয়নের সংবাদ জনার পর থেকেই পিরোজপুরে চলছে উৎসবমুখর পরিবেশ, স্লোগানে মুখরিত পিরোজপুর শহর।
ধানের শীষের প্রতীক নিয়ে এই আসনের লড়াইয়ে এখন নতুন মাত্রা যুক্ত হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্ব ও দলের ঐক্য পিরোজপুর-১ আসনে নির্বাচনি লড়াইকে শক্তিশালী করবে।