Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল-২
বিএনপির মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আমরন অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন বিএনপি নেতা মো. মনিরুল ইসলামের অনুসারীরা। ছবি: সারাবাংলা

নড়াইল: নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহিদ মিনারে আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন তার অনুসারীরা।

সরেজমিনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে প্রথমে চারজন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন।

এদিকে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও প্রচণ্ড শীতে আমরন অনশনে থাকা চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে স্যালাইন দেওয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে তা ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহিদ মিনারে জননেতা মো. মনিরুল ইসলামের সমর্থকরা এ অনশন শুরু করেন।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন। তার জনপ্রিয়তা রয়েছে অথচ তাকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা তারা মানতে পারছে না। তারা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর