ঢাকা: পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। নিবন্ধন শুরু হওয়ার ৪০তম দিনে নিবন্ধনে বরাবরের মতো এগিয়ে আছে থাকা সৌদি আরবের প্রবাসীদের পেছনে ফেলে এগিয়ে আছেন দেশের ভেতরে নির্বন্ধনকারীরা। ৮ লাখের মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ২ লাখ ৫৫ হাজার ৫৬৬ জন। আর দেশের বাইরে থেকে ১ লাখ ৬৩ হাজার ৯১৯ জন সৌদি আরবের প্রবাসী নিবন্ধন করেছেন
শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯ টার পর ইসির এ সংক্রান্ত ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত মোট ৮ লাখ ১৪ হাজার ৫৫৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৩৯ হাজার ৮০৬ জন পুরুষ ভোটার এবং ৭৪ হাজার ৭৮৩ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় ৩০ হাজার ৬৬৭ জন।
প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (সকাল সাড়ে ৯টা পর্যন্ত) ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী।