Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৯

পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা অনুরুদ্ধ কুমার রায় এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আদম সুফি প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাই হতে পারেন সম্পদ। সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শীতবস্ত্র ও সহায়ক উপকরণ শুধু সহানুভূতির প্রকাশ নয়, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী হওয়ার পথে একটি বাস্তব পদক্ষেপ। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করা জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এ কাজে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কর্মকর্তা অনুরুদ্ধ কুমার রায় বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে নিয়মিতভাবে সহায়ক উপকরণ, ভাতা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্র্যাচ, হেয়ারিং এইডসহ প্রয়োজনীয় সহায়ক উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রতিবন্ধীদের হাতে আঁকা ছবি অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর