Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ টাঙ্গাইল জেলা প্রশাসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক শরীফা হক। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, জেলার ১২টি উপজেলায় ৩১ ডিসেম্বর মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে ২০ হাজার কম্বল বিতরণ করা হবে।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালনায়ের পক্ষ থেকে ১৫ হাজার ও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে পাঁচ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর