Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যানজটে বিপাকে ঢাবি ভর্তিচ্ছুরা, পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রবেশ

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮

কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছেন ঢাবিতে ভর্তিচ্ছুরা। ছবি: সারবাংলা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলেও নির্ধারিত সময়ের পর অনেক ভর্তিচ্ছুকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট ও একাধিক কর্মসূচির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি তারা। এমনকি পরীক্ষা শুরুর ১০-১২ মিনিট পরও কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করতে দেখা গেছে অনেককেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুপুর ৩ টার দিকে ভর্তিচ্ছুদের উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও তারা সাড়ে ৩টার পরও কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছেন।

জানা গেছে, সকাল থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্যাম্পাসে শহিদ হাদির সমাধিতে ও নির্বাচন কমিশনে যাতায়াত এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে রাস্তায় যানজটের কবলে পরেন ভতিচ্ছুরা।

বিজ্ঞাপন

সামাজিক বিজ্ঞান অনুষদ হল কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছিলেন এক ভর্তিচ্ছু। তিনি সারাবাংলাকে বলেন, সাইন্সল্যাব থেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এসেছি যানজট এড়াতে। তবুও দেরি হয়ে গেল।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শামস তারেক সারাবাংলাকে বলেন, ‘আমি আমার ছোট ভাইকে নিয়ে এসেছিলাম। তাকে কেন্দ্রে রেখে আসার সময় দেরি করে আসায় ২ জন শিক্ষার্থীকে দিশাহারা হয়ে কান্না করতে দেখি। তাদেরকে আমি বাইকে করে পরীক্ষা শুরুর ১০ মিনিট পর পৌঁছে দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ১৫ মিনিট পরে এলেও বিশেষ বিবেচনায় কেন্দ্রে ঢুকতে দিচ্ছি। পরীক্ষা দেরিতে শুরু করা যায়নি, কারণ অন্যান্য সকল কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে।’

এদিকে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ফেসবুকে লিখেন, ‘আজ ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ৩ টায় শুরু হলেও ঢাবি জাতীয়তাবাদী ছাত্রদলের অনুরোধে রাস্তাঘাটের সার্বিক যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের বিকেল সাড়ে ৩টায় পরও প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

এক ভর্তিচ্ছুর দৌড়ের ভিডিও শেয়ার দিয়ে ডাকসুর (শিবিরের প্যানেল) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ফেসবুকে লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা শুরু ৩টা ৩০ মিনিটে। এখন সময় ৩টা ৪১ মিনিট। অসংখ্য শিক্ষার্থীদের দেখছি দৌঁড়াইয়া এখনও ঢুকছে। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে লিখেন, ‘আমাদের একজন নেতা আছেন। নেতার জন্য পুরো ঢাকা ব্লক। নাগরিকদের ভোগান্তি, সময় জ্ঞান নিয়ে নেতাদের ভাবার সময় নাই। নেতাদের প্রটোকল জরুরি। আই হ্যাভ অ্যা প্লান। এমন নেতা লন্ডনে থাকাই ভালো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর