Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে মাসুদ সাঈদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২১

পিরোজপুর: জেলার সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে গ্যাস সিলিন্ডারের আকস্মিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে সংঘটিত এ ঘটনায় কয়েকটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে হরিদাস চন্দ্র সাহার ছেলে পলাশ কান্তি সাহা, ভবরঞ্জন সাহার ছেলে দ্বীপক সাহা ও অমল চন্দ্র সাহা ছেলে শিব শংকর সাহা-এর বসতঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় মাসুদ সাঈদী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গৃহনির্মাণসহ প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, পিরোজপুর পৌর জামায়াতের আমির মো. ইসহাক খানসহ দলটির অন্যান্য নেতারা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর