Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে ‘শীত আনন্দ-উৎসব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:১১

‘শীত আনন্দ-উৎসব’-এর চিত্র। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে গরম কাপড়ের হুডি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের জেলা শহরের সুগার মিল মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ এই শীত আনন্দ-উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করেছে ওষুধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি ছিল শীত আনন্দ-উৎসবের তৃতীয় আসর।

এবারের আসরে উপস্থিত ছিলেন-পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও এভারেস্ট এগ্রি অ্যান্ড ফ্রুটি কালচারের প্রজেক্ট ম্যানেজার কবীর আহমেদ আকন্দ ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেন্টর ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের সদস্যরা।

বিজ্ঞাপন

আয়োজক সুত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শিশুস্বর্গ ফাউন্ডেশন জেলার ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থীকে নিয়ে পাঁচটি ভ্যানুতে ‘শীত আনন্দ-উৎসব’ করার উদ্যোগ নিয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর