বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। বছরজুড়েই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচের চাপে বেশ ব্যস্ত সময় পার করেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে কেমন গেল লিওনেল মেসিদের ২০২৫ সাল?
বিশ্বকাপ বাছাইপর্বে শুরু থেকেই বিধ্বংসী রূপে ছিল আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের শীর্ষে থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট কেটেছে মেসির দল।
লিওনেল স্কালোনির অধীনে এই বছরে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। সব মিলিয়ে এই বছর আর্জেন্টিনা মাঠে নেমেছে ৯ ম্যাচে। এর মধ্যে জয় এসেছে ৭ ম্যাচে, ড্র ও হার একটি করে। ৯ ম্যাচে আর্জেন্টিনা করেছে ১৯ গোল, হজম করেছে মাত্র ৩টি।
২০২৫ সালে আর্জেন্টিনা হেরেছে শুধু ইউকুয়েডরের কাছে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে আর্জেন্টিনা হারে ১-০ ব্যবধানে। একটি ড্র এসেছে কলম্বিয়ার বিপক্ষে, সেই ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়।
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় এসেছে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে। সেই ম্যাচে তারা জিতেছে ৬-০ গোলে। এই বছর আর্জেন্টিনার সবচেয়ে স্মরণীয় জয় ব্রাজিলের বিপক্ষে। বুয়েন্স আয়ার্সে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিলেন মেসিরা।
ইনজুরির কারণে বেশ কয়েক ম্যাচেই মাঠে নামতে পারেননি মেসি। তবে তার অভাবটা বুঝতে দেননি ম্যাক অ্যালিস্টার, আলভারেজ, এনজো ফার্নান্দেজরা। ফ্রাঙ্কো মাস্তাতুয়োনো, নিকো পাজ, হোয়াকিন পেনিচেলির মতো তরুণদের আবির্ভাবও ঘটেছে এই বছরেই।
২০২৬ সালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। মেসিরা কি সেই চ্যালেঞ্জে সফল হবেন?