Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ০২:৪৫

বহিরাগতদের হামলায় ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট পণ্ড। ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবে বহিরাগতদের হামলায় নগর বাউল জেমসের অনুষ্ঠান পণ্ড হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন রাত ৯টায় জিলা স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় বাইরের লোকজন অনুষ্ঠানে ঢুকতে না পেরে হট্টগোল করে। এক পর্যায়ে তারা বাউন্ডারির বাইরে থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে এক সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, জিলা স্কুলের অনুষ্ঠানে জেসমের কনর্সাটে স্থান সংকুলান না হওয়ায় বহিরাতরা হট্টগোল করে। পরে আয়োজকরা অনুষ্ঠান স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। নগর বাউল জেমস ঢাকার পথে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর