খুলনা: খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে এসওএস শিশুপল্লীর সামনে এ ঘটনা ঘটে।
ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ৩টার দিকে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গল্লামারী মুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পরপর রাস্তার দু’পাশ বন্ধ করে দেয় স্থানীয়রা। ফলে দু’পাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।