Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দাড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে ভেতরে থাকা মা ও আট মাসের শিশু কন্যা নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-প্রাইভেটকারে যাত্রী ফেনি জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর টিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার আট মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার ঢাকার মিরপুর শাহআলী থানাধীন এলাকায় থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু কন্যা নিহত হয়। এ সময় প্রইভেটকারের চালকসহ আরও দুইজন আহত হয়। তাদেরকে মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন