ঢাকা: চাঁদপুরে জেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর ভোরে চাঁদপুর জেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- যুগ্মসচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদফতরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বিআইডব্লিউটিএ’র একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্ট গার্ডের একজন প্রতিনিধি, নৌ-পুলিশের একজন প্রতিনিধি। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এটিএম মোর্শেদকে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—
- মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন।
- দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ।
- কমিটি আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
- কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।