Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬

নরসিংদী: নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক পথচারি নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকলিমা বেগম (৬০) হাজীপুর এলার জাহিদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ এক নারী তার ৮ বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।

বিজ্ঞাপন

ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. মনির আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইটাখোলা হাইওয়ে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর