Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবিতে দুই বিভাগের সংঘর্ষ, সাংবাদিক লাঞ্ছিত

গোবিপ্রবি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ছবি: সংগৃহীত

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) -এর রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসানের ওপর হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ হাদি চত্বরের সামনে এই ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক মাহমুদুল হাসান সংবাদ সংগ্রহ করার সময় ওপর হামলা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

জানা যায়, সংঘর্ষের ঘটনা ঘটে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে। এসময় দুই বিভাগ তর্কে জড়ায়।পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হন একাউন্টিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী সজীব চন্দ্র দাস। সংঘর্ষ শেষে তাকে হাসপাতালে নেওয়া হলে এক্সরে রিপোর্ট থেকে জানা যায় তার হাতের হাড়ে ফাটল ধরেছে। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষস্থলে উপস্থিত দৈনিক কালবেলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দফতর সম্পাদের ওপর হামলা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ হামজাসহ কয়েকজন। ঘটনার ভিডিওচিত্র ধারণ করার সময় ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।

এ বিষয়ে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, ‘সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়টি আমরা অবগত হয়েছি। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেব এবং আহত শিক্ষার্থীকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়েছি এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছি। দুইপক্ষের সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। আগামীকাল দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর